প্রাণায়াম/ প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দেরাদুন, ২১ মার্চ: করোনা (COVID19) কমাতে গায়ত্রী মন্ত্র,  প্রাণায়ামে ভরসা রাখছেন ঋষিকেশ এইমসের (AIIMS) গবেষকেরা। করোনা প্রত্যর্পণের পর থেকেই বিশ্বজুড়ে চলছে নানান গবেষণা। প্রাণায়াম, ব্যায়াম, মেডিটেশন করোনা রোগীকে রোগের হাত থেকে মুক্ত করতে কতটা কার্যকরী তার গবেষণা করছেন গবেষকরা। গায়ত্রী মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে প্রাণায়াম কোভিড রোগীদের রোগের হাত থেকে মুক্তি দিচ্ছে বলে দাবি করেন এইমসের গবেষকরা। তাঁরা জানান, করোনা রোগীর ওপর ১৪ দিন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে এর ফলে রোগী দ্রুত সুস্থ হচ্ছেন।

গবেষকেরা ২০ জন করোনা আক্রান্ত রোগীকে দুটি দলে ভাগ করে দেন। এরপর প্রথম দলের ১০ জনকে করোনা গায়ত্রী মন্ত্র জপ এবং ১ ঘণ্টা নিয়মিত প্রাণায়াম করানো হয়, অন্য দলটিকে শুধুমাত্র করোনার গতানুগতিক চিকিৎসা করানো হয়। তার ফলস্বরূপ দেখা যায়, যাঁরা প্রথম পদ্ধতি অনুসরণ করেছেন তাঁরা দ্রূত আরোগ্যলাভ করেছেন। আরও পড়ুন, প্রার্থী পছন্দ না হওয়ায় রেললাইনে বসে বিক্ষোভ বিজেপি কর্মীদের, নদিয়ায় চা়ঞ্চল্য

বিভিন্ন করে দেখা যায়, সি-রিএক্টিভ প্রোটিন, ইন্টারলেউকিন ৬ সহ অন্যদের মধ্যে মানব দেহের প্রদাহজনক মাত্রা পরিমাপ করে রেকর্ড করা হয়েছে। তাতে দেখা যায় দ্বিতীয় পদ্ধতির থেকে প্রথম পদ্ধতি অনুসরণ করা রোগীরা দ্রুত সুস্থতা অর্জন করেছেন। দু'সপ্তাহ ধরে চলা এই গবেষণার পর রিপোর্ট জমা দেন গবেষকেরা।