দিল্লি, ৩১ জানুয়ারি: এয়ার ইন্ডিয়ায় (Air India) মহিলার গায়ে মূত্রত্যাগের ঘটনায় জামিন পেলেন শঙ্কর মিশ্র (Shankar Mishra)। পাটিয়ালা হাইকোর্টের তরফে মঙ্গবার শঙ্কর মিশ্রের জামিন মঞ্জুর করা হয়। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লি ফেরার সময় মাঝ আকাশে এক মহিলা সহযাত্রীর গায়ে বিসনেস ক্লাসে মূত্রত্যাগ করেন শঙ্করর মিশ্র। এই অভিযোগে যখন তোলপাড় শুরু হয় গোটা দেশ জুড়ে, সেই সময় ৬ জানুয়ারি দিল্লি পুলিশ গ্রেফতার করে শঙ্কর মিশ্রকে। মাঝ আকাশে যখন মহিলা সহযাত্রীর গায়ে শঙ্কর মিশ্র মূত্রত্যাগ করেন, কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হল না বলে টাটা গ্রুপের চেয়ারম্যানকে মেইল করেন অভিযোগকারিনী। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।
পাশাপাশি এয়ার ইন্ডিয়ায় যেভাবে এক যাত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, তার বিরুদ্ধে পদক্ষেপ না করায়, DGCI-এর তরফে জরিমানা করা হয় সংশ্লিষ্ট বিমান সংস্থাকেও। তবে ওই ঘটনার পর অভিযুক্ত শঙ্কর মিশ্রকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করে এয়ার ইন্ডিয়া।
আরও পড়ুন: Air India Pee-Gate: বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে 'নিষিদ্ধ এয়ার ইন্ডিয়ার
Patiala House Court grants bail to Shankar Mishra, accused of allegedly urinating on a woman on board an Air India flight from New York to New Delhi on November 26 last year. He was arrested by the Delhi Police on January 6. pic.twitter.com/mrxrYZt3fo
— ANI (@ANI) January 31, 2023