বিগত কয়েকদিন ধরে গুজরাটে একাধিক জায়গা থেকে প্রতারণার অভিযোগ উঠে আসছিল। কখনও টাকা না মিটিয়ে হোটেলে দিনের পর দিন রাত কাটানোর অভিযোগ, কখনও আবার জেলবন্দি ব্যক্তিকে ছাড়ানোর নামে লক্ষাধিক টাকা আত্মস্বাদ করারও অভিযোগ ওঠে। আর সমস্ত অভিযোগের তীর একটি মাত্র ব্যক্তির বিরুদ্ধে। যার নাম ভরত ছাবরা। জানা যাচ্ছে, গত অগাস্ট মাস থেকে সে একাধিক জায়গায় লোকজনদের ঠকিয়ে টাকা লুট করছিল। অবশেষে গত শনিবার তাঁকে হরিয়ানার কার্নাল এলাকা থেকে গ্রেফতার করে গুজরাট ক্রাইম ব্রাঞ্চের (Ahmedabad Crime Branch) আধিকারিকরা। তাঁর থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি পুলিশ সুপার ভরত প্যাটেল জানিয়েছেন, হরিয়ানার কার্নালের বাসিন্দা ভরত ছাবরা (Bharat Chhabra) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নাকি গত অগাস্ট মাসের প্রথম সপ্তাহে আহমেদাবাদের একটি বিলাসবহুল হোটেলে নিজেকে কেন্দ্র সরকারের উর্ধ্বতন আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে তিনদিনের মতো ছিলেন। সেখানে তাঁর থেকে টাকা চাওয়া হলে তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দেন। শেষে হোটেলের ম্যানেজার অনীল সিং থানায় অভিযোগ দায়ের করেছিল। আর তারপরেই গা ঢাকা দেয় ভরত ছাবরা। অন্যদিকে দ্বিতীয় অভিযোগ করেন সর্দার নগর এলাকার ভরত সান্তওয়ানি নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল ছাবরা নাকি তাঁর নথির সঙ্গে কারছুপি করেছেন।
#WATCH | Gujarat: Ahmedabad Crime Branch arrested an accused namely Bharat Chhabra, 34, for allegedly cheating several people by posing as an officer of a central agency (08.09) pic.twitter.com/5Azo80pHgh
— ANI (@ANI) September 9, 2024
এরপর তৃতীয় অভিযোগ করেন প্রশান্ত তামেচা নামে এক ব্যক্তি। তাঁর বাবা দীর্ঘদিন ধরেই জেলবন্দি। তবে ভরত নাকি নিজেকে প্রভাবশালী অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাঁর বাবাকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দেয়। আর তারজন্য ২.২২ লক্ষ টাকাও দেন প্রশান্ত। কিন্তু সেই টাকা নেওয়ার পর পালিয়ে যায় ভরত। আর তারপরেই পুলিশের দারস্থ হন প্রশান্ত। এছাড়া ভরতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন পুলিশ আধিকারিকরা। সবমিলিয়ে অগাস্ট মাস থেকে চলা তল্লাশি অভিযানের পর শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।