PM Modi (Photo Credit: Twitter/ANI)

ভোপাল, ১৩ নভেম্বর: আগামী ১৫ নভেম্বর মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনজাতিদের একটি অনুষ্ঠানে হাজির হবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সফরের আগে এবার ভোপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করতে চাইছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার।

আরও পড়ুন: Narendra Modi: মধ্যপ্রদেশে ৪ ঘণ্টা, জনজাতিদের অনুষ্ঠানে মোদীর উপস্থিতিতে খরচ ২৩ কোটি

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভোপালের (Bhopal)  হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করতে আগ্রহী সে রাজ্যের সরকার। আদিবাসী রানি কমলাপতি নাম অনুযায়ী ওই স্টেশনের নাম পরিবর্তন করতে চায় শিবরাজ সিং চৌহান সরকার।

 

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ক্ষমতায় আসার পর যেভাবে একের পর এক রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে, এবার সেই একই ধারা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশেও। প্রধানমন্ত্রীর সফরের আগে সেখানে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে ১৫ নভেম্বর নরেন্দ্র মোদীর ৪ ঘণ্টার সফরের উদ্দেশে মধ্য়প্রদেশে ২৩ কোটি খরচ হচ্ছে বলে খবর। যার মধ্যে প্রধানমন্ত্রীর সভার জন্য জামবুরি ময়দানে লোক আনতে ১৩ কোটি খরচ হবে বলে খবর। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।