Goa Chief Minister Pramod Sawant (Photo Credits: IANS)

পানাজি, ৭ সেপ্টেম্বর: মহামারী প্রতিরোধে কোভিড প্রতিষেধকের গুরুত্ব ঠিক কতটা তা রাজ্যবাসীকে বুঝিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant)৷ তিনি বলেন, আসন্ন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2021) উপলক্ষে আত্মীয় বন্ধুর সঙ্গে করমর্দনের (Shaking Hands) মাধ্যমে শুভেচ্ছা জানানোর আগে একবার জেনে নিন বিপরীত দিকের মানুষটির কোভিড টিকাকরণ (COVID-19 Vaccination) হয়েছে কি না৷ হিমাচল প্রদেশের মতো গোয়াতেও যে কোভিড টিকাকরণে প্রথম ডোজের ব্যবহার সম্পূর্ণ হয়েছে তা মনে করাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, রাজ্যের ১০০ শতাংশ বাসিন্দা কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন৷

তাই তিনি বলেন, “গণেশ চতুর্থীতে বন্ধুর সঙ্গে করমর্দনের আগে জেনে নিন, তিনি টিকা নিয়েছেন কি না৷ এটাই জরুরি৷ করমর্দনের আগে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করে নিন৷ যদি এমন প্রশ্ন আমরা জনে জনে করার জায়গায় চলে আসি৷ তাহলেই এর মাধ্যমে সচেতনতা বাড়বে৷ বার্তালাপ অনেকটা এরকম হবে- কেমন আছেন? খাওয়া হয়েছে? এবার জিজ্ঞাসা করুন তিনি টিকা নিয়েছেন কি না৷ আমার ইতিমধ্যেই কোভিড টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পূর্ণ করতে পেরেছি৷ প্রায় ১১.৫০ লক্ষ মানুষ রয়েছে রাজ্যে৷ এই রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের টিকা দেওয়া হয়েছে৷ সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার৷ একইভাবে আমাদের রাজ্যের বাসিন্দা না হয়েও প্রায় ৪০-৫০ হাজার লোক এখানে থাকে৷ তবু জনগণনায় তাঁদের নাম রয়েছে৷ আমার ১০০ শতাংশ টিকাকরণ ঘোষণা না করলেও হিমাচল প্রদেশ করেছে৷ কারণ আমাদের সঙ্গে সরকারি জনগনণার হিসেবের পার্থক্য রয়েছে৷” প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টি যে অনেকেই অবহেলা করছেন তানিয়ে চিন্তিত প্রমোদ সাওয়ান্ত৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার খেয়াল, দিনভর বর্ষণ মুখর রাজ্য

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখেছি অনেকেই দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না৷ দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ২০ শতাংশ জনগণ টিকাকরণের নির্ধারিত দিনে অনুপস্থিত থেকেছে৷ এটা ঠিক হচ্ছে না৷ জনগণের কাছে আমাদের একটাই অনুরোধ, টিকা নিন৷”