Coronavirus Pandemic (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: দেশজুড়ে সংক্রমণের হার কমলেও এলাকাভিত্তিক নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেশ কয়েকটি রাজ্যে হু হু করে বাড়ছে৷ পরিস্থিতি বিচার করে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কোভিড নিয়ন্ত্রণ (COVID-19 Containment Measures) বাড়িয়ে দিল কেন্দ্র (Central Govt)৷ এই প্রসঙ্গে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ সামনেই উৎসবের মরশুম সেই সময় কঠোর কোভিড বিধি না মানলে সংক্রমণের সংখ্যা বাড়তে পারে৷ তাই নিয়মলঙ্ঘনকারীদের কড়াহাতে নিয়ন্ত্রণ করতে হবে৷ এ বিষয়ে সতর্ক করেছেন তিনি৷ যতই দেশে কোভিড সংক্রমণ কমে যাক না কেন, উৎসব চলাকালীন কোভিড বিধি পালনের উপরে তিনি জোর দিয়েছেন৷ আরও পড়ুন-Suman Banerjee Leaving BJP: নতুনরা আসায় দলে গুরুত্ব নেই, বিরক্ত হয়ে বিজেপি ছাড়ছেন, সুমন বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, প্রতিদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে৷ কিন্তু তার পরেও বেশকিছু রাজ্যে স্থানীয়ভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে৷ করোনা অনবরতভাবে দেশের মানুষের সুস্থ থাকাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে৷ করোনা এড়াতে জনসমাবেশ নিষিদ্ধ রয়েছে৷ এই সময় যদি উৎসব উপলক্ষে ঠাকুর দেখার ভিড় জমে, মেলা বসে যায়, বা ধর্মীয় অনুষ্ঠানে লোক সমাগম হয়; তাহলে দেশে নতুন করোনা রোগীর সংখ্যা বিপজ্জনকহারে বেড়ে যাবে৷ স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কথা প্রসঙ্গে নির্দেশ দেন যে, নিয়মিতভাবে নিজের রাজ্যের করোনা পরিসংখ্যানের উপরে কড়া নজর রাখতে হবে৷ সমস্ত হাসপাতাল, আইসিইউ বেড়ে কত রোগীর আছে, কত খালি বেড রয়েছে তার বিশদ বিবরণ রাখতে হবে৷

যেসব এলাকায় ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানে কনটেইনমেন্ট জোন করতে হবে৷  যাতে অধিক হারে সংক্রমণ না ছড়ায় সেদিকে নিয়মিত নজরদারি চালাতে হবে৷