নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) লোকসভায় কেন্দ্রীয় বাজেট অধিবেশন ২০২১ (Budget 2021) পেশ করেন। বাজেটে কৃষি ক্ষেত্রে পেট্রোলের সেস ২.৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলে সেস ৪ টাকা প্রতি লিটার করা হল। যদিও ভারতে পেট্রো পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বাড়া কমার ওপর কিন্তু পেট্রো পণ্য সংস্থাগুলি খুচরো বাজারে পেট্রো পণ্যের দাম বেশ কিছুদিন ধরে বাড়িয়েই চলেছে। যার ফলে আগামী দিনে পেট্রো পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কড়াইশুঁটির ওপর ৪০% সেস, আপেলে ৩৫% সেস, কাবুলি চানায় ৩০% সেস, বাংলার গমে ৫০% সেস, মসুরে ২০% সেস বসানো হয়েছে।
জানুয়ারিতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছিল ১০ বার, এ মাসে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ২ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি হয় প্রতি লিটারে ২ টাকা ৬১ পয়সা। এভাবে পেট্রো পণ্যের দাম বাড়তে থাকায় গোটা দেশেই এখন পেট্রোল ও ডিজেলের দাম দেশের সব মেট্রো শহর এবং অন্যান্য শহরে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। আরও পড়ুন, ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়, দিতে হবে না সুদ;বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
সোনা ও রুপোর উপরেও আমদানি শুল্কের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট অনুযায়ী, বাড়তে পারে ইলেকট্রনিকস জিনিসপত্র, মোবাইল ফোন, ফোনের চার্জার, চামড়ার জুতো ইত্যাদির দাম। তবে সস্তাও হয়েছে লোহা, ইস্পাত, নাইলনের জামাকাপড়, তামা দিয়ে তৈরি জিনিসপত্র, বিমা, বিদ্যুৎ, স্টিলের বাসনপত্র ইত্যাদি। মহার্ঘ হয়েছে সুতির কাপড়।