রাজৌরি: অগ্নিবীর (Agniveer) প্রকল্পে যোগ দেওয়া এক যুবক অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনা (unfortunate incident) ঘটল জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন নিজের বন্দুকের গুলিতেই (self-inflicted gunshot) মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে রাজৌরি সেক্টরে (Rajouri Sector)।
শনিবার এই বিষয়ে ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, গত ১১ অক্টোবর অগ্নিবীর অমৃতপাল সিংয়ের মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। রাজৌরি সেক্টরে সেন্ট্রির ডিউটি (sentry duty) করার সময় নিজের বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য কোর্ট অফ ইনকোয়ারি (Court of Inquiry) চলছে। গুলি লাগার পরেই অমৃতপালকে একটি অ্যাম্বুল্যান্স (Ambulance) করে হাসপাতালে নিয়ে যান একজন জুনিয়র কমিশনড অফিসার (Junior Commissioned Officer) ও অন্য চারজন অন্যান্য পদমর্যাদার সেনা আধিকারিকরা। পরে ওই অগ্নিবীরের শেষকৃত্যে (last rites) অংশ নিয়েছিলেন অন্যান্য সেনা জওয়ানরাও। মৃত্যুর কারণে নিজের বন্দুকের গুলিতে হওয়ার কারণে বর্তমান নীতি অনুযায়ী কোনও গার্ড অফ অনার (guard of honour) বা সামরিক অন্ত্যেষ্টি (military funeral) প্রদান করা হয়নি। ভারতীয় সেনা মৃতের শোকাহত পরিবারকে গভীর সমবেদনা (deepest condolences) জানাচ্ছে। আরও পড়ুন: IOC: মোদীর হাতে ১৪১'তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অধিবেশনের উদ্বোধন, NMACC-তে চাঁদের হাট
'Death of Agniveer Amritpal Singh on 11 October 23' In an unfortunate incident, Agniveer Amritpal Singh died while on sentry duty in Rajouri Sector, due to a self-inflicted gunshot injury. A Court of Inquiry to ascertain more details is in progress. Mortal remains of the… pic.twitter.com/AfqddRYjrS
— ANI (@ANI) October 14, 2023