দিল্লি, ২৪ এপ্রিল: সীমা হায়দরকে (Seema Haider) নিয়ে পাকিস্তানে (Pakistan) ফেরৎ পাঠানো হবে? আপাতত এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) পর সমস্ত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়ছে। ফলে যে পাকিস্তানিরা ভারতে (India) ছিলেন, তাঁরা সীমান্ত পার করতে শুরু করেছেন। দিল্লির নির্দেশের পর সচিন মীনার পাকিস্তানি নাগরিক স্ত্রী সীমা হায়দরকেও নিয়ে সন্তান নিয়ে ভারত ছাড়তে হবে, এমন প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন সীমা হায়দর। ভিসা নিয়ে ভারতে প্রবেশের পর প্রেমিক সচিন মীনাকে (Sachin Meena) বিয়ে করেন। সীমা, সচিনের এক সন্তানও রয়েছে। ফলে এবার কি সীমাকে সচিনের সংসার ছেড়ে ফের পাকিস্তানে পাড়ি দিতে হবে কি না বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার রাতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বসে সিসিএসের বৈঠক। যে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ থেকে রাজনাথ সিং, এস জয়শঙ্কররা হাজির হন।
সীমা হায়দরকে কি এবার ভারত ছাড়তে হবে?
केंद्र सरकार ने भारत में रह रहे सभी पाकिस्तानियों को 48 घंटे के भीतर देश छोड़ने को कहा है.
सवाल यह है कि क्या सीमा हैदर को भी भारत छोड़कर पाकिस्तान जाना होगा?
सीमा हैदर ने भारतीय नागरिक सचिन मीणा से शादी की है. सचिन से उसका एक बच्चा भी है. ऐसे में यूपी सरकार की प्रतिकूल… pic.twitter.com/ElavhSKR2p
— Kavish Aziz (@azizkavish) April 23, 2025
সিসিএসের বৈঠকের পর সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার সকালেই বন্ধ করে দেওয়া হয় আটারি-ওয়াঘা সীমান্ত।
এরপরই সীমা হায়দরের ভারতে বসবাস নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় সরকরের নির্দেশের জেরে সচিনের সংসার ছেড়ে এবার সীমাকে পাকিস্তানে পাড়ি দিতে হয় কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।