শ্রীনগর, ২৪ এপ্রিল: লস্কর-ই-তইবার মডিউল ( LeT Module) ফাঁস করল পুলিশ (Police)। বন্দিপোরায় (Bandipora) লস্করের যে মডিউল চলছিল, তা ফাঁস করা হল জম্মু কাশ্মীরের বন্দিপোরা পুলিশের তরফে। সেই সঙ্গে লস্করের হয়ে কাজ করা ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সাধারণ মানুষের সঙ্গে মিশে ধৃতরা লস্করের হয়ে কাজ করত। যে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে বন্দিপোরা থানার পুলিশ তল্লাশি জোরদার করে ওই এলাকায়। ফলে পরপর ৪ জনকে গ্রেফতার করা হয়। গত ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে উত্তর কাশ্মীরের বন্দিপোরা থেকে লস্করের ওই ৪ কর্মীকে পুলিশ আটক করতে পারে।
বন্দিপোরা থেকে যে ৪ জনকে পুলিশ পাকড়াও করেছে, তাদের কাছ থেকে একাধিক তথ্য় জোগাড় করা হয়েছে। তারা কাদের হয়ে কাজ করত, সে বিষয়েও জোরদার খোঁজ শুরু করেছে পুলিশ। জঙ্গিদের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে লস্করের এই সদস্যরা পুলিশ এবং পর্যটকের উপর হামলার পরিকল্পনা করত। কীভাবে স্থানীয় পুলিশ এবং পর্যটকদের উপর হামলা চালানো যায়, সে বিষয়ে কাজ চালাত এই ধৃতরা। বন্দিপোরায় লস্কর মডিউল ফাঁসের পর এমন তথ্যই পুলিশের হাতে এসেছে বলে খবর।
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ (Pahalgam Terrorist Attack) উপত্যকায় লস্কর-ই-তইবার জঙ্গিরা হামলা চালায়। নির্বিচারে গুলিতে হত্যা করা হয় ২৬ জনকে। আহত আরও ১৭ জন। জঙ্গিদের হাতে ২৬ জনের প্রাণ যাওয়ার পর থেকেই গোটা দেশের মানুষের মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে।