
দিল্লি, ২৮ মে: ফের মক ড্রিলের (Mock Drill) নির্দেশ। এবার রাজস্থানে (Rajasthan) হবে মক ড্রিল। ভারত-পাকিস্তান সীমান্তের বারমেঢ়ে ফের মক ড্রিল করা হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজস্থানের সীমান্তবর্তী গ্রামগুলিতে মকড্রিল হবে। এমনই জানানো হয় বারমেঢ়ের জেলাশাসক টিনা দাবির তরফে। রাজস্খানে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামগুলিতে বৃহস্পতিবার মক ড্রিল হবে বলে জেলাশাসকের নির্দেশ অনুযায়ী জানা যায়। অর্থাৎ ফের কি সীমান্তবর্তী গ্রামগুলিতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Mock Drill: সীমান্তে ফের উত্তেজনা? বৃহস্পতিতে দেশে ফের মক ড্রিল, জেনে নিন কোন কোন জেলায়?
দেখুন কী জানালেন বারমেঢ়ের জেলাশাসক...
Rajasthan | As per Central Government order, mock drill will be conducted in districts bordering Pakistan on Thursday, 29th May: Tina Dabi, District Collector of Barmer
— ANI (@ANI) May 28, 2025
মকড্রিলে কীভাবে যুদ্ধের সময় মানুষ থাকবেন নিরাপদ জায়গা খুঁজে, শত্রুর হাত থেকে বাঁচতে কীভাবে আলো নিভিয়ে দেওয়া হবে, কীভাবে শত্রুর ছোঁড়া ড্রোন থেকে বাঁচবেন, সেই সবকিছুর তালিম দেওয়া হয় সাধারণ মানুষকে। অপারেশন সিঁদূরের পর গোটা দেশ জুড়ে মকড্রিল সম্পন্ন করে কেন্দ্রীয় সরকার। যে মকড্রিল চলতে চলতেই পাকিস্তানি ড্রোন হামলা চালানোর চেষ্টা চালায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলিতে। জম্মু থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের একাধিক জায়গায় পাক ড্রোন উড়ে আসতে শুরু করে। তবে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেই পাক ড্রোনকে আকাশেই বিনষ্ট করে।
শুধু তাই নয়, পাকিস্তানে ঢুকে সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমও ভেঙে দেয় ভারতীয় বায়ুসেনা। যার জেরে অস্ত্র বিরতি সম্পন্ন হয় ভারত, পাকিস্তানের মাঝে। এবার সেই অস্ত্র বিরতি ভেঙে কি পাকিস্তান ফের হামলা চালাতে পারে! আর তার জেরেই কি ফের মকড্রিলের নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে জেওয়া হল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
প্রসঙ্গত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), গুজরাট (Gujarat), রাজস্থান এবং পাঞ্জাবের (Punjab) সীমান্তবর্তী এলাকাগুলিতে ফের মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে।