Rahul Gandhi (Photo Credit: X)

দিল্লি, ৯ সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি (BJP) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপর থেকে ভারতের মানুষের 'ভয়' ক্রমশ কেটে যেতে শুরু করেছে। টেক্সাসের ডালাসে একটি অনুষ্ঠানে হাজির হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানেই বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর উপর থেকে ভারতের মানুষের ভয় ক্রমশ কাটতে শুরু করেছে বলে মন্তব্য করেন রায়বেরিলিরর সাংসদ। বিজেপির উপর থেকে মানষের ভয় ক্রমশ কাটতে শুরু করেছে কিন্তু গেরুয়া শিবির এসব বোঝে না। বিজেপির উপর থেকে মানুষের ভয় কাটতে শুরু করেছে মানে এটা যে শুধু কংগ্রেসের জয় তা নয়, দেশের যে সমস্ত নাগরিক গণতন্ত্রকে বোঝেন, উপলব্ধি করেন, তাঁদের ক্ষেত্রেও বড় বিষয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতের মানুষ আবার গণতন্ত্রকে উপলব্ধি করতে শুরু করেছেন বলেও মন্তব্য শোনা যায় রাহুলের গলায়।

বিজেপি এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি আরএসএসের বিরুদ্ধেও তোপ দাগেন রাহুল গান্ধী।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতাদর্শ নিয়ে আক্রমণ করতে দেখা যায় রাহুল গান্ধীকে।