দিল্লি, ২৫ সেপ্টেম্বর: দু মাসে পরপর ২বার। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিতর্কিত মন্তব্যের জেরে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে (BJP)। সম্প্রতি কঙ্গনা মন্তব্য করেন, কৃষকদের আন্দোলনের জেরে ২০২০ সালে যে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করা হয়, তা ফিরিয়ে আনা উচিত। নিজেদের স্বার্থেই কৃষকদের (Farmers) ওই আইন ফিরিয়ে আনা উচিত। তাঁর কথা নিয়ে বিতর্ক হবে জেনেও তিনি এই মন্তব্য করছেন বলে জানান কঙ্গনা। মান্ডির বিজেপি সাংসদের ওই বক্তব্যের জেরে শুরু হয় জোরদার বিতর্ক। কঙ্গনার ওই মন্তব্যের পর বিপাকে পড়ে বিজেপি। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের বক্তব্য ফেরাচ্ছেন বলে জানান অভিনেত্রী, সাংসদ।
বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়, কঙ্গনা যা বলেছেন, তা তাঁর নিজের মত। কঙ্গনার মন্তব্য কখনও দলের বক্তব্য নয় বলে স্পষ্ট জানানো হয় পদ্ম শিবিরের তরফে।
শুনুন কী বললেন কঙ্গনা রানাউত...
View this post on Instagram
কঙ্গনার বক্তব্য তাঁর নিজেস্ব বলে বিজেপির তরফে জানানো হলে, দলের সেই বক্তব্যও ট্যুইট করেন কঙ্গনা...
Absolutely, my views on Farmers Laws are personal and they don’t represent party’s stand on those Bills. Thanks. https://t.co/U4byptLYuc
— Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2024