Photo Credits: ANI

গোরখপুর: সারা দেশের বিভিন্ন জায়গার নেতারা (leader) তাঁদের অঞ্চল (region) থেকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করার অনুরোধ (Request) জানাচ্ছেন। শুক্রবার গোরখপুর রেল স্টেশন (Gorakhpur rail station) থেকে গোরখপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Gorakhpur-Lucknow Vande Bharat Express train) পথ চলার সূচনা করে এই দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

মধ্যবিত্ত সমাজের (middle class) মানুষদের জন্য বন্দে ভারত এক্সপ্রেস আর্শীবাদ (boon) বলে উল্লেখ করে মোদি বলেন, "অত্যাধুনিক সুবিধা ও পরিষেবা সমেত বন্দে ভারত এক্সপ্রেস দেশের মধ্যবিত্ত সমাজের মানুষের জন্য একটি নতুন আর্শীবাদ। এই ট্রেন তাঁদের জীবনে একটি নতুন উড়ান। আজকে দেশের প্রতিটি কোণে থাকা নেতারা আমাকে চিঠি লিখে তাঁদের এলাকা দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর অনুরোধ জানিয়েছেন।"

এপ্রসঙ্গে রেলওয়ে বোর্ডের সিইও ও চেয়ারম্যান অনিল কুমার লাহোটি এই বন্দে ভারত ট্রেন সম্পর্কে বলেন, "এই ট্রেনটির সময় খুবই সুবিধাজনক। গোরখপুর-লখনউ রুটে চলা সবচেয়ে দ্রুতগামী ট্রেনের থেকেও দু ঘণ্টা কম সময় লাগবে বন্দে ভারতের।"

শুক্রবার গোরখপুর রেল স্টেশনে বন্দে ভারত ট্রেনের পথ চলার সূচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ রেল ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

গোরখপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বাবা গোরখনাথের শহর, ভগবান রামের শহর অযোধ্যা ও নবাবদের শহর লখনউয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করবে খুব দ্রুতগতিতে। এই ট্রেন রুটের মাঝে থাকছে কুশীনগর, সিদ্ধার্থনগর ও সন্ত কবীর নগরের মতো পর্যটনস্থলও। আরও পড়ুন: BJP: ভোটমুখী চার রাজ্যে বিজেপির দায়িত্বে তিন কেন্দ্রীয় মন্ত্রী সহ হেভিওয়েটরা, জানুন কে কোথায় ইলেকশন ইনচার্জ

দেখুন ভিডিয়ো: