দিল্লি, ১৮ জুন: সঠিক সময়ে তিনিও সংসদে যাবেন। সে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) পরেই হোক না কেন। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে আসা ওয়েনাড় (Wayanad) থেকেই প্রিয়াঙ্কা গান্ধী এবার লড়াই করবেন বলে জানা যাচ্ছে। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ওই মন্তব্যের পর এবার মুখ খুললেন গান্ধী পরিবারের জামাতা রবার্ট বঢ়রা।
চব্বিশের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং কেরলের ওয়েনাড়, এই দুই আসন থেকে লড়াই করেন। রায়বেরিলি এবং ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হন রাহুল। তবে এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। ফলে রাহুল গান্ধী রায়বেরিলির সাংসদ হয়েই থাকছেন। কেরলের ওয়েনাড়ে যে উপনির্বাচন হবে, সেখান থেকে এবার লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রিয়াঙ্কার নাম এবার ওয়েনাড়ের উপনির্বাচনের উপনির্বাচনের জন্য সামনে আনার পর মুখ খোলেন রবার্ট বঢ়রা। আর সেখানেই তিনি যখন সঠিক সময় হবে, তখন তিনি সংসদে যাবেন বলে মন্তব্য করেন।