
দিল্লি, ২১ মে: গ্রে উলফ (Grey wolf) অর্থাৎ ধূসর নেকড়ের দেখা মিলল ভারতে (India)। তাও আবার দিল্লিতে (Delhi)। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, উত্তর দিল্লির যমুনা ফ্লাপেইনসের কাছে পাল্লায় দেখা মেলে ধূসর নেকড়ের। নদীর চরে দেখা মেলে ওই ধূসর নেকড়ের। খাবারের খোঁজেই যমুনার চরে ঘুরে বেড়াতে দেখা যায় ওই গ্রে উলফকে। এমনই মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। পাল্লার কাছে যমুনার চরে যখন গ্রে উলফকে দেখা যায়, খুব সাবধানে তার ছবি তুলে নেন । তারপরই সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিরল প্রজাতির এই ধূসর নেকড়ের দেখা যে রাজধানী শহরে মিলতে পারে দিনের আলোয়, তা কেউ কল্পনা করেননি। ফলে ধূসর নেকড়ের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই পড়ে যায়।
দেখুন সেই ধূসর নেকড়ে বা গ্রে উলফের ছবি...
The animal was spotted along the Yamuna floodplains near Palla in North Delhi. pic.twitter.com/coBRabmisp
— Jasjeev Gandhiok (@JasjeevGandhiok) May 20, 2025
যে পশুটিকে যমুনার পাড়ে দেখা গিয়েছে, সেটি ধূসর নেকড়ে কি না, তা এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। ধূসর লেজের দরুণ সেটিকে গ্রে উলফ বলে মনে করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার পরই বিষয়টি সম্পর্কে অবগত হওয়া যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জানা যায়, গত ২ দশক আগে চম্বলে একবার এই ধূসর নেকড়ের দেখা মিলেছিল। আগে উত্তরপ্রদেশ ছিল এই ধূসর নেকড়ের আবাসস্থল। তবে তার দেখা বর্তমানে আর মেলে না। নেকড়েরা কয়েক কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ফলে এই ধূসর নেকড়ে কয়েক কিলোমিটার রাস্তা পেরিয়ে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে হাজির হয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চলছে।