আগরতলা, ২২ নভেম্বর: জেল নয়, জামিন। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) জামিন দিল আদালত। সায়নীকে জামিন দিল আগরতলা আদালত। ত্রিপুরা পুলিশ (Tripura Police) সায়নীকে দু দিনের জন্য হেফাজতে চেয়েছিল। কিন্তু ত্রিপুরা পুলিসের সেই আবেদনে সাড় দিল না আগরতলা আদালত। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে সায়নী বলেন, '' এভাবে আমায় দমানো যাবে না। আমার বিরুদ্ধে সব অভিযোগ একেবারে ভিত্তিহীন।"আরও পড়ুন: এবার স্কুলে শুরু হচ্ছে জোড়-বিজোড়ে ক্লাস
দেখুন টুইট
Actor & TMC leader Saayoni Ghosh granted bail by Chief Judicial Magistrate court in West Tripura
She was arrested by Agartala Police yesterday on charges of attempt to murder and provocation
(File photo) pic.twitter.com/QgF0LLFm8z
— ANI (@ANI) November 22, 2021
গতকাল, রবিবার ত্রিপুরা (Tripura)-য় খুনের চেষ্টা ও অশান্তি বাঁধানোর মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)-কে। সায়নীর গ্রেফতারি নিয়ে তোলপাড় পড়ে যায়। এই ইস্যুতে সংসদের সামনে ধর্ণাতেও বসেন তৃণমূল সাংসদরা। এর মাঝে আজ আগরতলা আদালতে তোলা হয়েছিল সায়নীকে। তৃণমূল প্রতিনিধি দল ফেরত যাওয়ার পরই আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হয় সায়নী ঘোষকে। গাড়িতে ওঠার সময় কোনও কথা বলতে রাজি ছিলেন তিনি।
আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে সায়নী ঘোষকে। তার সঙ্গে সোমবার দেখা করতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ এবং সুস্মিতা দেব। তৃণমূল নেতাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।