Pawan Kalyan (Photo Credit: Instagram)

বিজয়ওয়াড়া, ৮ এপ্রিল: জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের (Pawan Kalyan Son) ছেলে আহত। তাও আবার বিদেশের মাটিতে। রিপোর্টে প্রকাশ, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর আহত। সিঙ্গাপুরের একটি স্কুলে আগুন লাগলে সেখানে ছিল মার্ক শঙ্কর। আর সেই আগুনেই আহত অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীর ছোট ছেলে।

কী কারণে সিঙ্গাপুরের (Singapore) ওই স্কুলে (School) হঠাৎ আগুন লেগে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আগুনের লেলিহান শিখার গ্রাসে পড়ে মার্ক শঙ্করের হাতে এবং পায়ে লেগেছে বলে খবর। সেই সঙ্গে আগুনের জেরে যে ধোঁয়া বের হতে শুরু করে, তাতেও মার্ক শঙ্করের শ্বাসকষ্ট শুরু হয় বলে খবর।

আরও পড়ুন: Pawan Kalyan Death Threat: বলিউডের পর রাজনীতি, অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণকে খুনের হুমকি, অশ্লীল মেসেজ

আহত হওয়ার পরপরই মার্ক শঙ্করকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় জরুরি ভিত্তিতে। আপাতত সেখানেই জনপ্রিয় অভিনেতার ছেলের চিকিৎসা চলছে বলে খবর। জনসেনা পার্টির এক্স হ্যান্ডেলের তরফে এই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়।

বর্তমানে আল্লুরি সীতারামা রাজু জেলায় রয়েছেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী। তবে সফর কাটসাট করে পবন কল্যাণ সিঙ্গাপুরের উদ্দেশে রওবা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত ২০১৭ সালের ১০ অক্টোবর জন্ম হয় মার্ক শঙ্করের। ৮ বছর বয়সী মার্ক শঙ্কর এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছে বলে খবর। স্কুলে ক্লাস চলাকালীনই মঙ্গলবার সেখানে  আগুন লেগে যায়। যার লেলিহান শিখা এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে ছোট্ট মার্ক শঙ্কর কেমন আছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।