প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ ঘুমন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা(Acid Attack)। আক্রান্ত বিজেপি নেতার(B JP Leader) কন্যা। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে(Hospital)ভর্তি করা হয়েছে তাঁকে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছ বিহারের(Bihar) বেগুসরাইয়ে। আক্রান্ত যুবতীর নাম পল্লবী রাঠোর। তাঁর বাবা বাখরি এলাকার বিজেপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। যুবতীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, এক তলার ঘরে ঘুমোচ্ছিলেন পল্লবী। খোলা ছিল জানলা। সেই জানলা দিয়েই অ্যাসিড ছোড়া হয়। এই হামলায় পুড়ে গিয়েছে ওই যুবতীর মুখ ও শরীরের বেশকিছুটা অংশ।

বিহারে অ্যাসিড হামলা, ঝলসে গেল যুবতীর শরীর

আক্রান্ত যুবতীর বাবা সঞ্জয় কুমার বলেন, "একটা শব্দ পেয়েছিলাম। প্রথমে ভাবি টিকটিকি বা ইঁদুর দেখে হয়তো ভয় পেয়েছে মেয়ে। কিন্তু পরে আর্তনাদ শুনে আঁচ করতে পারি বড়সড় কোনও বিপদ ঘটে গিয়েছে।" ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় আরজেডি নেতা বলেন, "বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজের বাড়িতেও সুরক্ষিত নয় মানুষ। প্রতিদিন আতঙ্কে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সরকারের তাতে কোনও ভ্রূক্ষেপই নেই। বিজেপি নেতার মেয়ের উপর এভাবে হামলা হল তাই চুপ সরকার? আমরা এই হামলার তীব্র নিন্দা করি। দোষীর শাস্তি চাই।"

ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা, পুড়ে গেল বিজেপি নেতার মেয়ের শরীর