Arvind Kejriwal (Photo Credit: X)

AAP Kejriwal: ফের ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পঞ্জাবে আম আদমি পার্টির গায়িকা-বিধায়িকা দল ছাড়লেন। রাজনীতিতে মোহভঙ্গ হয়ে বিধায়ক পদও ছাড়লেন পঞ্জাবী লোকসঙ্গীত ও ভাঙরা গায়িকা আনমোল গগণ মান (Anmol Gagan Maan)। মোহালি জেলার আনন্দপুর সাহিবের খার বিধানসভায় ২০২২ নির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হয়েই রাজ্য়ের মন্ত্রী হয়েছিলেন এখন ৩৫ বছরের আনমোল। পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রচারে আনমোলের গান কেজরির দলের পালে হাওয়া দিয়েছিল। মন্ত্রী হওয়ার পর ডিএসপি-র চেয়ারে বসে বিতর্কে জড়ান তিনি। গত বছর তাঁকে রাজ্যের মন্ত্রীর পদ কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আনমোল জানালেন, তিনি আর রাজনীতির সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবেন না।

পাঁচ বছরেই শেষ আনমোলের নাটকীয় উত্থানের রাজনৈতিক জীবন

২০২০ সালে কেজরিওয়ালের হাত ধরে আপে যোগদান করেছিলেন আনমোল। এরপর আপের হয়ে মাঠে ময়দানে গান গেয়ে রাজনীতিতে খ্য়াতি লাভ। ২০২২ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে বড় ব্যবধানে জয়। তারপরই রাজ্যের মন্ত্রী। ২০২৪ সালে মন্ত্রিত্ব যায়। ২০২৫ সালে বিধায়ক পদের পাশাপাশি রাজনীতি ছাড়লেন। পঞ্জাবে আম আদমি পার্টির ঐতিহাসিক জয়ের পিছনে ছিল অরবিন্দ কেজরিওয়ালের দলে নির্বাচনী প্রচারে ঝড় তোলা। আর কংগ্রেস সরকারের বিরুদ্ধে পঞ্জাবে ২০২২ বিধানসভা নির্বাচনের আগে আপের পালে হাওয়া তুলেছিল আনমোল গগণ মানের গান।

আপ ছাড়লেন তারকা গায়িকা

কোন কোন দফতরের মন্ত্রী ছিলেন

প্রথমবার পঞ্জাবে আপ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আনমোলকে পুরস্কারে ভগবন্ত মানের মন্ত্রিসভায় পর্যটন, সংস্কৃতি, শ্রম, সুবিধা, বিনিয়োগ প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ২০২৪ পঞ্জাব মন্ত্রিসভার রদবদলের সময় আনমোল বাদ পড়ে যান। দিন কয়েক আগে লুধিয়ানা বিধানসভা উপনির্বাচনে নিজেদের আসন ধরে রেখেছিল আপ। আনমোলের ইস্তফায় এবার উপনির্বাচন হতে চলেছে খার বিধানসভায়। এবার খার ধরে রাখার লড়াই কেজরিওয়াল-মান জুটির।