আমেদাবাদ, ১৮ সেপ্টেম্বর: গুজরাট বিধানসভা নির্বাচনে জিততে কোমর বেঁধে নেমেছেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবে যেভাবে কটা দিনের ঝড়ো প্রচারে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি, সেই মডেলে এবার প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী-র রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন কেজরিওয়াল। আর তাই পঞ্জাবে আপ-কে জেতানোর নেপথ্য নায়ক রাঘব চাড্ডাকে গুজরাটে আপের দায়িত্বে আনলেন কেজরি। গুজরাটে একাই সব আসনের লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ।
পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর স্ট্র্যাটেজি সাজাতে কেজরিকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন রাঘব চাড্ডা। পঞ্জাবে প্রথমবার ক্ষমতায় আসার পর পুরস্কার হিসেবে রাঘবকে বিধায়ক থেকে রাজ্যসভার সাংসদ করেন কেজরি। এবার সাংসদ রাঘবকে দেওয়া হল মোদী রাজ্যে দলের দায়িত্ব। আরও পড়ুন-ভারতের ভিসা নীতি ভাঙায় ১৭ জন বাংলাদেশী গ্রেফতার
অগাস্টে সবার আগে গুজরাট বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদী রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সামলেছে বিজেপি। সরকার বিরোধী হাওয়া থাকলেও কংগ্রেস আবার তাদের প্রধান নেতা হার্দিক প্যাটেলকে হারিয়ে কিছুটা ব্যাকফুট। এমন সময় গুজরাট রাজনীতিতে দারুণভাবে ঢুকে পড়েছে আম আদমি পার্টি। দিল্লির পর পঞ্জাবে সরকার দখলের পর এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে বিধানসভা ভোট চমকে দিতে চাইছে আপ। যে কারণে গত কয়েক মাসে বারবার গুজরাটে ছুটে এসেছেন কেজরি। আম আদমি পার্টি-র দাবি, ২৪ বছর পর গুজরাটে এবার বিজেপি হারবে। আর বিজেপি-কে হারানোর ক্ষমতা দুর্নীতিগ্রস্থ আর আপোস করে লড়া কংগ্রেসের নেই। মোদী রাজ্যে পদ্মকে পর্যদুস্ত করবে আপ। এমনই দাবি আপের।