ফের INDIA জোটে বড় ধাক্কা। গোয়ায় কংগ্রেসের জেতা আসনে লোকসভা ভোটে প্রার্থী দিল আম আদমি পার্টি। সঙ্গে আপ জানিয়ে দিল, দিল্লিতে ৭টি-র মধ্যে তারা ৬টি-তে প্রার্থী দিচ্ছে, সৌজন্যের খাতিরে কংগ্রেসকে তারা একটি আসনে ছাড়বে। ফলে দিল্লিতেও কংগ্রেস-আপের মধ্যে আসন সমঝোতার দরজা বন্ধ যাচ্ছে। পঞ্জাব ও গোয়াতেও কংগ্রেস-আপ জোট হচ্ছে না। অরবিন্দ কেজরিওয়ালের দল আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থীর নাম ঘোষণা করল। দক্ষিণ গোয়া লোকসভায় আপ প্রার্থী হিসেবে বেনাউলিমের বিধায়ক বেঞ্জি ভিয়েগাসের নাম ঘোষণা করলেন রাজ্যের নেতারা।
২০১৯ লোকসভা দক্ষিণ গোয়া কেন্দ্রে ১০ হাজার ভোটের ব্য়বধানে জেতেন কংগ্রেসের ফ্রান্সিসকো সারদিনহা। স্বাভাবিকভাবেই কংগ্রেস এবার দক্ষিণ গোয়ায় প্রার্থী দেবে। ফলে বিরোধী ভোট ভাগাভাগি হয়ে ত্রিমুখি লড়াইয়ে বিজেপির দক্ষিণ গোয়া লোকসভা আসনে জয় অনেকটাই সহজ হওয়ার পথে।
দেখুন এক্স
#Goa Aam Aadmi Party (#AAP) announced Benaulim MLA #VenzyViegas as its candidate for South Goa seat for the upcoming #LokSabhaElections.
“There are few leaders with clean image in Goa. We wanted to give a clean and clear face to the people and that is why we selected Venzy… pic.twitter.com/IfKeXsEqx6
— IANS (@ians_india) February 13, 2024
গোয়ায় দুটি লোকসভা আসন আছে- উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া। ১৯৯৯ সাল থেকে উত্তর গোয়ায় টানা জিতে আসছে বিজেপি। তবে দক্ষিণ গোয়ায় কংগ্রেসের পক্ষে বেশ কয়েকবার রায় দিয়েছে।