নয়াদিল্লিঃ স্কুলে ছিল বর্ষবরণের অনুষ্ঠান। ফেরার পথে মর্মান্তিক পরিণতি ১১ বছরের ছাত্রের। স্কুল বাস(School Bus) উল্টে মৃত্যু হয় তার। আহত আরও কয়েকজন ছাত্র। বুধবার অর্থার ১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) কন্নুর জেলার ভালাক্কাইয়ে।
:বছরের প্রথম দিনেই খালি হল মায়ের কোল
এ দিন ১৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে ফিরছিল স্কুলবাসটি। হাইওয়েতে ওঠার আগে এওটি পাহাড়ি ঢাল থেকে নামার সোময় ব্রেক ফেল করে উল্টে যায় বাসটি। বাসের সামনের দিকে বসেছিল পঞ্চম শ্রেণীর ওই ছাত্র। বাস থেকে ছিটকে পড়ে যায় সে। চাকার তলায় পিষে মৃত্যু হয় ওই ছাত্রের। গুরুতর আহত হয় বেশ কয়েকজন ছাত্র। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনায় বাস চালকের বিরুদ্ধে র্যাশ ড্রাইভিং, গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য রাস্তার ওই ঢালকেই দায়ী করছেন। তাঁদের মতে রাস্তা এমন হলে দুর্ঘটনা ঘটবেই। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল বাস উল্টে মৃত্যু কিশোরের
#Kerala : A tragic accident occurred in Valakkai, Sreekantapuram, #Kannur, when a school bus belonging to Chinmaya School overturned, claiming the life of an 11-year-old student and injuring 13 others.
The deceased, Nedya S Rajesh, a Class 5 student, lost her life after falling… pic.twitter.com/csNHtZAiv3
— South First (@TheSouthfirst) January 1, 2025