নয়াদিল্লিঃ যোগীরাজ্যে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। পথচারীদের পিষে দিল ডাম্পার (Dumper)। ঘটনাস্থলেই মৃত্যু ১ ব্যক্তির। হাসপাতালে (Hospital) সঙ্কটজনক আরও ১। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যার লতা মঙ্গেশকার চৌকে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারতে থাকে ডাম্পারটি। ডাম্পারের চাকার তলায় পিষে মৃত্যু হয় এক ব্যক্তির। পায়ে গুরুতর আঘাত পান একজন। হাসপাতালের বিছানায় শুয়ে রাজা বাবু নামে ওই ব্যক্তি বলেন, "আমি গাড়িতে ছিলাম। আচমকা আমার গাড়িতে এসে ধাক্কা মারে ডাম্পার ট্রাকটি। আমি জানলা দিয়ে বেরিয়ে প্রাণে বেঁচেছি। পায়ে, হাতে, বুকে মাথায় চোট রয়েছে। ট্রাকটি একের পর এক গাড়িতে ধাক্কা মারতে শুরু করে। অনেক লোক আহত হয়েছেন।" অন্যদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের শ্রীরাম হাসপাতালের চিকিৎসক ডঃ মনিশ শাক্য বলেন, "একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে মানুষজনকে পিষে দিয়েছে একটি ডাম্পার। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত বহু। আহতদের মধ্যে একজন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজা দশরথ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।"
পথচারীদের পিষে দিল ডাম্পার ট্রাক, মৃত ১, আহত বহু
— ANI (@ANI) April 8, 2025
কী বলছেন চিকিৎসক?
#WATCH | Uttar Pradesh | Dr. Manish Shakya, Emergency Medical Officer at Shri Ram Hospital, Ayodhya, says, "One person has died in the incident. One patient who has sustained a minor injury is being treated here; the other five who have sustained major injuries have been referred… https://t.co/IZ3uPnrE8M pic.twitter.com/v6KAxkxeTv
— ANI (@ANI) April 8, 2025