পহেলগাম হামলার একমাস, এবং অপারেশন সিঁদুরের ১৫ দিনের মাথায় অবশেষে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইয়া, মমতবালা ঠাকুর, সাগরিকা ঘোষ, নাদিমুল হকের মতো নেতানেত্রীরা। বৃহস্পতিবার ও শুক্রবার সীমান্তবর্তী এলাকায় যেখানে পাক সেনার হামলায় বেশি ক্ষতিগ্রস্খ হয়েছে, সেই এলাকাগুলি ঘুরে দেখবেন তাঁরা। তার আগে রাজ্যেরল বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ঘন্টা দেড়েক বৈঠক করেন তাঁরা। বৈঠকের পর পুঞ্চের বিভিন্ন এলাকা যান ডেরেকরা। এমনকী সেখানকার মানুষদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেতৃত্ব।

পুঞ্চে তৃণমূলের প্রতিনিধি দল

সফর শেষে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, সীমান্তবর্তী এলাকার মানুষজন কেমন রয়েছেন, তাঁরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, সেটা দেখতেই আমরা এই সফরে এসেছি। আমরা এখানকার মানুষদের বলতে এসেছি যে আমরা তাঁদের পাশে রয়েছি। সূত্রের খবর, আজ পুঞ্চ সফর শেষ করে আগামীকাল রাজৌরি ঘুরে বাংলায় ফিরবেন তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

শুক্রে শ্রীনগর যাচ্ছেন রাহুল গান্ধী

প্রসঙ্গত, পহেলগাম হামলার পর বিজেপি, কংগ্রেস সহ একাধিক দলের প্রতিনিধিরা জম্মু-কাশ্মীর সফর করেছেন। এমনকী আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের কাশ্মীর সফরে আসতে চলেছেন রাহুল গান্ধীরা। তবে এই প্রথম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সফর সারলেন জম্মু-কাশ্মীরে।