রবিবাসরীয় বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের নিমুচে (Neemuch Fire)। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঘানা এলাকায় একটি ওষুধের সামগ্রীর একটি গুদামে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে কারখানার একাংশ এলাকা। জানা যাচ্ছে, গোডাউনে দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ অনেকটা সময় লেগে যায়।

ওষুধের গুদামে আগুন

অবশেষে কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার ওষুধ এবং ওষুধ বানানোর সরঞ্জাম। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জানা যাচ্ছে, এদিন স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পায়। তারপর তাঁরাই দমকলে খবর দেয়। সেই সঙ্গে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

আগুন লাগার আসল কারণ স্পষ্ট নয়

যদিও দমকল সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত করে জানা যাবে অগ্নিকাণ্ডের আসল কারণ। তবে রবিবার থাকায় গুদাম বন্ধ থাকার কারণে কর্মী ছিল না। সেই কারণে হতাহতের কোনও সম্ভাবনা নেই।