মহাত্মা জ্যোতিবাপুলে তেলেঙ্গানা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার আবাসিক স্কুল এবং জুনিয়ার কলেজে (ছবি:ANI)

নয়াদিল্লিঃ পেটে ব্যথা(Stomach Pain), বমি(Vomiting) একই ধরনের উপসর্গ। তড়িঘড়ি হাসপাতালে(Hospital) ভর্তি করা হল ২৩ জন পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার(Telangana) মহাত্মা জ্যোতিবাপুলে তেলেঙ্গানা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার আবাসিক স্কুল এবং জুনিয়ার কলেজে। মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ২৩ জন পড়ুয়া। বমি, পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে করিমনগর জেলা হাসপাতালে ভর্তি হয় তারা। এরপর আরও ৮ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাদের। এরপর তাদের ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

আচমকা অসুস্থ ৩১ জন পড়ুয়া

তবে ফুড পয়জনিং নয়, কোনও ধরনের ফুড অ্যালার্জির জন্য এই ঘটনা ঘটেছে বলে অনুমান চিকিৎসকদের। করিমনগর জেলা হাসপাতালের সুপার ডঃ ভিরা রেড্ডি বলেন, "রাত ৩.৩০ নাগাদ ২৩ জন পড়ুয়া ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর আরও ৮ পড়ুয়া অসুস্থ হয়। যদিও তাদের বমি বা পেটে ব্যথার মতো কোনও উপসর্গ ছিল না। ফুড পয়জনিং থেকে এই ঘটনা নয় বলেই মনে করা হচ্ছে। কারণ ওই প্রতিষ্ঠানে ৪৮০ জন পড়ুয়া রয়েছে। যদি ফুড পয়জনিং হত তবে আরও বেশি সংখ্যক পড়ুয়া অসুস্থ হত। এটা কোনও ধরনের ফুড অ্যালার্জি হতে পারে বলে অনুমান। বর্তমানে পড়ুয়ারা সম্পূর্ণ বিপদমুক্ত।"

মাঝরাতে অসুস্থ আবাসিক স্কুলের ৩১ পড়ুয়া