Representational Image (File Photo)

এবার আইনের রক্ষকই অপরাধের শিকার। এক অপরিচিত যুবকের কাছে যৌন নির্যাতনের শিকার হলেন এক মহিলা আইনজীবী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি এলাকায়। জানা যাচ্ছে, অভিযুক্ত যুবক পেশায় একজন ডেলিভারি বয়। ইতিমধ্যেই নির্যাতিতা তরুণী থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি।

অভিযুক্ত পেশায় ডেলিভারি বয়

মহিলার অভিযোগ, তিনি একটি অ্যাপ থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলেন। সেগুলি ডেলিভারি করতে এসেছিলেন আলতাফ মির্জা নামে এক যুবক। অভিযোগ, জিনিসগুলি আসার পর মহিলা টাকা দেন। কিন্তু সেই টাকা নিয়েও আরও টাকার দাবি করে আলতাফ। এই নিয়ে বচসা হয় দুজনের।

এরমধ্যে অভিযুক্ত বুঝে যান যে আইনজীবী বাড়িতে একাই রয়েছেন। তাই জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এবং শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ। এদিকে মহিলা চিৎকার করায় আলতাফ বিপদ বুঝে বেরিয়ে যায়। তারপর তরুণী তড়িঘড়ি থানায় গিয়ে অভিযোগ জানান।