
নয়াদিল্লিঃ বাড়ি (House) থেকে ১০ পা দূরত্বে থানা। আর সেই এলাকাতেই পুলিশের (Police) নাকের (Nose)ডগা দিয়ে গৃহস্থের বাড়িতে ডাকাতি (Robbery)। লুট লক্ষাধিক টাকা (Cash), গয়না ও জিনিসপত্র। শুধু তাই নয়, ডাকাতির পর পুলিশকে একটি চিঠি লিখে গেল ডাকাত দল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই চিঠি। ঘটনাটি ঘটেছে বিহারের পখরিদয়াল থানার অন্তর্গত বারকাগাঁওয়ের মোতিয়ারি এলাকায়। রামায়ণ সিং নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন ডাকাতের দল। লুট করা হয় সর্বস্ব.।
পুলিশের নাকের ডগায় ডাকাতি
ডাকাতি করে যাওয়ার আগে একটি সাদা কাগজে ডাকাতরা লিখে যায়, "লাভ ইউ পুলিশ মামা। আমরা তোমাদের অনেকবেশি চালাক। ১০ টা বাড়িতে লুট করতেই হত। তার মধ্যে ৮ টি করে ফেলেছি। ২ টো বাকি রয়েছে। ওকে(রামায়ণ সিং) দেখতে গরীব লাগলেও আমরা অনেক জিনিস পেয়েছি। অন্তত বিজয় সিংয়ের বাড়ির থেকে বেশি।" আর এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল? পুলিশ কি একেবারেই টেড় পেল না? দানা বাঁধছে একাধিক প্রশ্ন। অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডাকাতদের লেখা ওই চিঠি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ডাকাতির পর পুলিশকে চিঠি ডাকাতাদের
"लव यू पुलिस मामा, आपसे तेज हैं"
मोतिहारी के पकड़ीदयाल थाना क्षेत्र के बड़कागांव में सोमवार को दिनदहाड़े एक चोरी की घटना ने पुलिस की सुरक्षा व्यवस्था पर सवाल खड़े कर दिए हैं. रामायण सिंह के घर से लाखों रुपये के सामान की चोरी कर चोर फरार हो गए. खास बात यह रही कि यह घर पुलिस कैंप… pic.twitter.com/6xZjkmKe8w
— NDTV India (@ndtvindia) April 10, 2025