Representational Image (Photo Credit: X)

সাত সকালে পুরীতে (Puri) এক নাবালিকার গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করল ৩ দুষ্কৃতি। সেই অবস্থায় পরিচিত একজনের বাড়িতে ঢুকে পড়ে সে। তাঁদের তৎপরতায় আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নির্যাতিতা। বর্তমানে এইমসে ভর্তি রয়েছে সে। চিকিৎসকেরা জানিয়েছেন, দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। তবুও নাবালিকা লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর অভিযুক্তদের ফাঁসির দাবি করছে কিশোরীর পরিবার। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকঘন্টা। কিন্তু এখনও অভিযুক্ত যুবকদের সনাক্ত করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, হামলাকারীরা নাবালিকাকে শ্লীলতাহানি বা ধর্ষণ করেছে কিনা, কিংবা ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কিনা, সেই বিষয়েও এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

অপহরণ করে খুনের চেষ্টা

জানা যাচ্ছে, পুরী জেলার বালাঙ্গা থানা এলাকার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াগোপালপুর গ্রামে নির্যাতিতার বাড়ি। এদিন সে পাশের গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিল। নির্যাতিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন ৮টা সাড়ে ৮টা নাগাদ বন্ধুর বাড়ি থেকে বই নিতে বেরিয়েছিল সে। বন্ধুর বাড়ি পাশের গ্রামে হলেও নোয়াগোপালপুর থেকে ৪০০-৫০০ মিটার দূরেই অবস্থিত। দিনের বেলা যাচ্ছিল বলে কেউ তাঁকে আটকায়নি। কিন্তু দুই গ্রামের মাঝে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। এদিন সেখান থেকেই তাঁকে অপহরণ করে নদীর ধারে নিয়ে যাওয়া হয়ছিল।

খুনের চেষ্টার কারণ অজানা

যদিও কেন তাঁকে অপহরণ করে খুনের চেষ্টা করা হয়, সেই বিষয় এখনও অজানা পরিবারের। সূত্রের খবর, নির্যাতিতার সঙ্গে কারোরই কোনও শত্রুতা ছিল না। এবং ঘটনার পর সে কোনও কথা বলার মতো অবস্থায় নেই। পুলিশসূত্রে খবর, তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।