প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ গণেশ বিসর্জন চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। জলে ভেসে গেলেন ১৭ জন। তার মধ্যে ৪ জনের দেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ ১৩ জন। রবিবার, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে জেলার চাকন এলাকায়। পুলিশ সূত্রে খবর, ভামা নদীতে প্রতিমা বিসর্জনের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রবল স্রোতে ভেসে যান কয়েকজন। অন্যদিকে এদিন নদেড় জেলার গাডেগাঁও এলাকায় প্রতিমা বিসর্জনের সময় তিনজন ভেসে যান। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মেলেনি। এছাড়া পুণের বিরওয়াড়ি গ্রামে কুয়োর পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। এই ঘটনার চার ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। উল্লেখ্য, প্রশাসন সূত্রে খবর, গণপতি বিসর্জনের সময় নাসিকেও একাধিক মৃত্যুর খবর মিলেছে। জলগাঁও জেলায় তিনটি আলাদা বিসর্জন সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে। শোভাযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন বহু। এছাড়া অন্যান্য দুর্ঘটনাজনিত কারণেও প্রাণ হারিয়েছেন অনেকে।

গণেশ বিসর্জনে দুর্ঘটনা, জলের ডুবে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ১৩