Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ক্লিনিকের (Clinic) মধ্যে তরুণীকে শ্লীলতাহানি। বিস্ফোরক অভিযোগ ৭৩ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ক্লিনিকের রিসেপশনিস্টের সঙ্গে অশালীন আচরণের জন্য তাঁকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের (Pune)বিশ্রামবাগ রোড এলাকার একটি ক্লিনিকে। জানা গিয়েছে, ওই ক্লিনিকেই কাজ করতেন অভিযোগকারিণী। গত ৩ জুলাই, সন্ধ্যায় ক্লিনিকে একাই ছিলেন ওই রিসেপশনিস্ট। সেই সুযোগে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে এক বৃদ্ধ।

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৭৩ বছরের বৃদ্ধ

ভয়ে ক্লিনিকের বাইরে ছুটে বেরিয়ে আসেন তরুণী। অভিযোগ, নানারকম ইশারায় তাঁকে ওই বৃদ্ধ বলতে থাকেন, তাঁর কাছে টাকা আছে। হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন তিনি। শুধু তাই নয়, আগামিকাল ক্লিনিকে থাকবেন কিনা ওই তরুণী তাও জানতে চান ওই বৃদ্ধ। শেষে ইশারায় চুমুও চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হয় বছর ২৭-এর ওই তরুণী। বিশ্রামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা কয়। রেকর্ড করা হয় তরুণীর বয়ান। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় ওই বৃদ্ধকে। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।

ক্লিনিকের মধ্যে ঢুকে তরুণীকে শ্লীলতাহানি, গ্রেফতার ৭৩ বছরের বৃদ্ধ