উত্তরপ্রদেশের পিলিভিটে বাস ও গাড়ি সংঘর্ষ (Photo: ANI)

পিলিভিট, ১৭ অক্টোবর: বাস ও গাড়ি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের, আহত ৩২ ৷ আজ ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় (Pilibhit district)। আহতদের জেলা হাসপাতাল ও বরেলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি লখনউ থেকে পিলিভিটে যাচ্ছিল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি ৬ জনের মৃত্যু হয় হাসপাতালে৷

পিলিভিটর পুলিশ সুপার জয় প্রকাশ বলেন “বাসটি পিলিভিট থেকে লখনউ থেকে আসছিল এবং পিকআপটি পুরাইপুর থেকে আসছিল। পুরানপুর সীমান্তে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষর পর বাসটি উল্টে যায় এবং এর ফলে বাসের বেশ কয়েকজন পিষ্ট হয়। দুর্ঘটনায় পিকআপটির কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।” এএনআই জানিয়েছে, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছে, মৃতদের বেশিরভাগই পিলিভিটের বাসিন্দা।আরও পড়ুন: Fire At Residential Building In Kolkata: গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে বহুতলে আগুন, এক কিশোর সহ ২ জনের মৃত্যু

দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আধিকারিকদের ঘটনাস্থানে পৌঁছে আহতদের সাহায্য করতে সম্পূর্ন সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ৷