Mumbai Police (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৪ মার্চ: দেশের মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজার সব দায়িত্ব থাকে পুলিশের ওপর। অথচ তাদেরই নিধিরাম সর্দার বানিয়ে রেখে দিয়েছে প্রশাসন। নিধিরাম সর্দারের যেমন ঢাল, তলোয়ার না হয়েই অনেক কিছু করতে হয়েছিল, ভারতের পুলিশেরও তেমন।

এদিন লোকসভায় কেন্দ্রীয় সরকার জানাল, ভারতে এখন এমন ৬৩টি পুলিশ স্টেশন বা থানা রয়েছে যেখানে কোনও গাড়ির ব্যবস্থা নেই। পুলিশ কর্মীদের সেখানে হেঁটে বা সাইকেলেই কাজ সারতে হয়। আরও পড়ুন-জেনারেল সায়েন্সের প্রশ্নপত্র ফাঁস কান্ডে ধৃত ২২, নতুন করে দেওয়া হল পরীক্ষার দিন

দেখুন টুইট

এখানেই শেষ নয়। কেন্দ্র জানায়, দেশের ৬২৮টি পুলিশ স্টেশনে কোনওরকম টেলিফোন সংযোগ নেই। ২৮৫টি পুলিশ স্টেশনে মোবাইল ফোন বা কোনওরকম ওয়ারলেস সেট নেই। মানে যোগাযোগ করার উপায়ই ওইসব থানাগুলির সঙ্গে নেই। এমনই করুণ হাল পুলিশের।

তবে কেন্দ্র আশ্বাস দিয়েছে, দ্রুত এইসব থানা বা পুলিশ স্টেশনগুলিতে পরিকাঠামোর উন্নতি ঘটনার ব্যবস্থা করা হবে।