ছত্তিশগড়ে বিগত কয়েকমাস ধরে চলছে মাওবাদী নিকেশ অভিযান। এই অভিযানে ইতিমধ্যেই খতম হয়েছে একাধিক মাওবাদী ও নকশাল। শনিবার সুকমা জেলায় (Sukma District) সিআরপিএফের বাহিনীরা অভিযানে বেরোনোর আগে ৫ জন মাওবাদী আত্মসমর্পণ করল। এরমধ্যে দুজনের মাথার দাম ছিল মোট তিন লক্ষ টাকা। আত্মসমর্পণকারীরা পুলিশকে জানিয়েছে যে তাঁরা গ্রামবাসীদের ওপর অত্যাচার চালিয়েছে তারজন্য তাঁরা দুঃখিত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাওবাদীরা রাজ্য সরকারের সুকমা পলিসি এবং নকশালবাদ নির্মূল নীতিতে প্রভাবিত হয়ে আত্মসমর্পণ করেছে। এবং তাঁরা মূলস্ত্রোতে ফেরার জন্য পুনর্বাসনের অনুরোধ করতে হবে। এদের মধ্যে হার্দাম ওরফে কর্তম সুক্কার ২ লক্ষ টাকা ও এবং শ্যাম বদ্রার ওপর ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। এদের মধ্যে কর্তম সুক্কা সিঁদুরগুড়া বিপ্লবী পার্টি কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া মাওবাদীদের আপাতত জেলবন্দি করে রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকি সদস্যদের খোঁজে ফের তল্লাশি অভিযান চালাবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। তবে পরবর্তীকালে এই পাঁচজনকে রাজ্য সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে।