সুরাট: অন্তর্বাসের (Undergarments) মধ্যে করে ৪ কোটি ৩০ লক্ষ টাকার সোনা (Gold) নিয়ে দুবাই (Dubai) থেকে গুজরাটের (Gujarat) সুরাটে (Surat) বিমানে (flight) করে চলে এসেছিল দুই যুবক। তারপর সুরাট বিমানবন্দরের (Surat Airport) কাস্টমস আধিকারিকদের চোখকে ফাঁকি দিয়ে সেই সোনা নিয়ে আরও দুই যুবকের সঙ্গে গাড়িতে করে পালাচ্ছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সুরাট বিমানবন্দরের কাছে গাড়িটিকে আটক করে সুরাট পুলিশের এসওজি টিম (Surat Police SOG team)। তারপর ৭.১৫ কিলো সোনা-সহ চার যুবককে গ্রেফতার করা হয়। ওই সোনার বাজারমূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা।
রবিবার এই বিষয়ে সুরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে দুবাই থেকে দুই যুবক বিমানে করে প্রচুর সোনা নিয়ে সুরাটে এসেছে। তারা বিমানবন্দর থেকে বেরিয়ে একটি গাড়িতে করে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে বিমানবন্দরের কাছেই গাড়িটিকে আটক করা হয়। তারপরই সোনা-সহ গ্রেফতার হয় চারজন।
এপ্রসঙ্গে সুরাট পুলিশের এক আধিকারিক জানান, ধৃত চারজনের পরিচয় জানা গেছে। তারা হল ফেনিল মাভানি (২৭), নীরভ দাবারিয়া (২৭), উমেশ লাখো (৩৪) ও সাভান রাখোলিয়া (৩০)। ধৃত যুবকরা কেমিক্যালের লেয়ারের সঙ্গে সোনার পেস্ট মিশিয়ে সেগুলি অন্তর্বাসের মধ্যে অ্যাডহেসিভ টেপের সঙ্গে লাগিয়ে নিয়ে এসেছিল। তার ফলে সুরাট বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা বিষয়টি ধরতে পারেননি। পরে দুই যুবকের সঙ্গে তারা গাড়ি করে পালাচ্ছিল। বর্তমানে এই ঘটনায় দুবাইয়ের এক বাসিন্দার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন: PM Modi's Roadshow In Mysuru: কর্নাটকে প্রধানমন্ত্রীর রোডশো দেখতে রাস্তার ধারে জনজোয়ার, দেখুন মাইসুরুর ভিডিয়ো
Gujarat | SOG team of Surat Police seized gold worth Rs 4.30 crores and arrested 4 people
The SOG team was keeping an eye on them for the last 15 days. We were successful in nabbing this gang during the checking last night. 4 people including Fenil, Nirav, Umesh and Sawan were… pic.twitter.com/ZbX1XxDIXH
— ANI (@ANI) April 30, 2023