Photo Credits: ANI

মাইসুরু: আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) জিতে রাজ্যে ফের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি (BJP)। তাই রবিবার মন কি বাত-এর ১০০তম পর্বের পরেই কর্নাটকের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা (Rally) করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi)। আর সন্ধ্যায় তিনি মেগা রোডশো (roadshow) করলেন মাইসুরুতে (Mysuru)।

যা দেখতে রাস্তার ধারে ভিড় করে ছিলেন প্রচুর সাধারণ মানুষ (people) ও বিজেপি সমর্থকরা (BJP supporters)। রোডশোর সময় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদিকে দেখে তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভিড়ের মধ্যে থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জয়ধ্বনিও (greet) দিতে দেখা যায় কাউকে কাউকে।

বিশেষভাবে ডিজাইন করা একটি গাড়িতে করে রোডশো করছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি যেখান দিয়ে যাচ্ছিলেন সেখানকার রাস্তার ধারে থাকা মানুষদের তাঁর উপর ফুল ছুঁড়তে দেখা যায়। বিজেপির পতাকা উড়িয়ে জয়ধ্বনি দিতে দেখা বিজেপি কর্মী সমর্থকদের।

মাইসুরুর এই মেঘা রোডশোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ছিলেন কর্নাটকের প্রাক্তন বিজেপি নেতা কেএস ইশ্বরাপ্পা। প্রসঙ্গত উল্লেখ্য, কর্নাটক বিজেপির বর্ষীয়ান এই নেতা রাজ্যের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগেই সংসদীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আরও পড়ুন: Karnataka Elections 2023: কর্ণাটকে বিজেপি ১৪৫টি আসনে জিতবে, দাবি ঈশ্বরাপ্পার

দেখুন ভিডিয়ো:

গাড়িতে করে রোডশো করার পর নরেন্দ্র মোদি দেখা যায় পদযাত্রা করে মানুষকে ধন্যবাদ জানাতে জানাতে যেতে। বেশ কিছুটা রাস্তা মানুষকে হাত নাড়তে নাড়তে হেঁটে যান প্রধানমন্ত্রী।

দেখুন সেই ভিডিয়ো: