বেঙ্গালুরু, ৩০ এপ্রিল: গোটা দুনিয়া জানে নরেন্দ্র মোদী ভারতের জন্য কী করছেন। মোদীর জন্যই কর্ণাটকে আসন্ন বিধানসভা বিজেপি অন্তত ১৪৫টি আসনে জিতবে। ঘুষ-কমিশন কাণ্ডে তার ছেলে ধরা পড়ায় ও তার নাম সরাসরি জড়ানোয় বিজেপি-র প্রার্থী হতে না পারা কেএস ঈশ্বরাপ্পা এমন দাবিই করলেন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পার প্রার্থী না হতে পারার ক্ষোভ সরিয়ে রেখে বিজেপির হয়ে প্রচারে নামতে অনুরোধ করে খোদ প্রধানমন্ত্রীর ফোন এসেছিল।
নির্বাচনের ঠিক আগে ঘুষ কাণ্ডে ধরা পড়া ঈশ্বরাপ্পা বললেন, কর্ণাটকে বিজেপি সরকার যে ৪০ শতাংশ কমিশন নিয়ে যে কাজ করেছে, তার প্রমাণ নেই কংগ্রেসের কাছে। নির্বাচনে হারবে জেনেই মোদীকে নোংরা আক্রমণ করছে কংগ্রেস, এমন দাবিও করেন ঈশ্বরাপ্পা। প্রসঙ্গত, রাহুল গান্ধীর দাবি কর্ণাটকে কংগ্রেস ১৫০টি আসনে জিতবে, বিজেপি পাবে ৪০টি। আরও পড়ুন- স্কুলের ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, গ্রেফতার স্কুল শিক্ষক
দেখুন ভিডিয়ো
#WATCH | BJP will get more than 145 seats in the upcoming polls... Congress has realised that they are going to lose the elections so they have started abusing PM Modi. The world knows what PM Modi has done for the country. They (Congress) never show any proof that BJP has taken… pic.twitter.com/aoHRZ1sKNT
— ANI (@ANI) April 30, 2023
আগামী ১০ মে কর্ণাটকে ২২৪টি আসনে এক দফায় নির্বাচনে।সরকার গড়তে হলে কমপক্ষে ১১৩ জন বিধায়কের প্রয়োজন হবে।