হরিয়ানা, ৫ মে: হরিয়ানার কার্নাল থেকে গ্রেফেতার করা হল ৪ খালিস্তানি জঙ্গিকে। বৃহস্পতিবার সকালে কার্নাল থেকে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গুরপ্রীত, আমনদীপ, পারমিন্দর, ভূপিন্দর। রিপোর্টে প্রকাশ, যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। বাকি একজন লুধিয়ানার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের ফিরোজপুরে ওই ৪ জনের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল। গোপণ সূত্রে খবর পেয়েই ওই ৪ খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Mimi Chakraborty: চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি সঠিকভাবে? ক্ষোভ উগরে দিলেন মিমি চক্রবর্তী
এর আগেও ওই ৪ জনের কাছে বন্দুক, বিস্ফোরক আমদানি করা হয়। এবারও সেই একই কায়দায় ওই ৪ খালিস্তানি জঙ্গি অস্ত্র সংগ্রহ করছিল বলে খবর। কার্নাল পুলিশের তরফে ওই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।