প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বমি(Vomit), অসহ্য পেটে ব্যথা। মিড ডে মিল(Mid Day Meal) খেয়ে অসুস্থ স্কুল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)থানের(Thane) একটি বেসরকারি স্কুলে। জানা গিয়েছে, মঙ্গলবার মিড ডে মিল খেয়েই সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলের ৩৮ জন পড়ুয়া। তাদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। স্কুল সূত্রে খবর, এ দিন বাচ্চাদের 'মাটকি কারি' পরিবেশন করা হয়েছিল। তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। অসহ্য পেট ব্যথায় মেঝেতে শুয়ে ছটফট করতে থাকে পড়ুয়ারা। খাবার থেকেই বিষক্রিয়া বলে অনুমান চিকিৎসকদের। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় থানে পুরসভার অতিরিক্ত কমিশনার জানান, বর্তমানে পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া মিলছে। অন্যদিকে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিভাবকেরা। তাঁদের দাবি আগেও মিড ডে মিল নিয়ে প্রশ্ন উঠেছিল। খাবার থেকে উদ্ধার হয়েছিল কীটপতঙ্গ। নূন্যতম পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না রান্নার সময় এমনটাই অভিযোগ আনছেন পড়ুয়াদের অভিভাবকেরা। বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ফের এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা।

মিড ডে মিল খেলে গুরুতর অসুস্থ ৩৮ পড়ুয়া, কাঠগড়ায় বেসরকারি স্কুল