মেদক, ২৭ মে: খোলা থাকা ১২০ ফুট গভীর গর্তে (Borewell) পড়ে গেল তিন বছরের একটি শিশু। দুর্ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) মেদক (Medak) জেলায়। শিশুটিকে গর্ত থেকে বের করার জন্য উদ্ধার কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিকেল ৫টা নাগাদ এই ঘটনা ঘটেছে মেদক জেলার পাপনাপেট মণ্ডলে। বাচ্চাটির নাম হর্ষবর্ধন। তার বাবার নাম গোবরধন। বাচ্চাটির পরিবারের লোকজন মাঠে কাজ করছিল। সেও সেখানে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎই সে গর্তে পড়ে যায়। আরও পড়ুন: Uttar Pradesh: একঘন্টায় মৃত ৫২ টি বাদুড়, করোনার আবহে চিন্তায় গোরক্ষপুরবাসী
Telangana: A 3-year-old child fell into an open borewell in Medak town today earlier today. Police is present at the spot. The operation to rescue him is still underway. pic.twitter.com/84DrwSwltp
— ANI (@ANI) May 27, 2020
এরপর খবর যায় পুলিশে। পুলিশ এসে শিশুটিকে গর্ত থেকে বের করে আনার জন্য উদ্ধারকাজ চালাচ্ছে। জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থানে পৌঁছেছেন। জানা গেছে, গর্তে জল নেই। গর্তের গভীরতা ১২০ কিমি। ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে।