রুটিরুজির দায়ে বাড়ির থেকে ঢিল ছোড়া দুরত্বেই একটি জায়গায় দিনমজুরের কাজ করছিলেন এক দম্পতি। ঘরে তখন একাই ছিল তাঁদের দেড়বছরের মেয়ে। খেলতে খেলতে কখন সে পৌঁছে যায় বাড়ির সামনে গভীর গর্তের কাছে। তারপর অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হল আরোহীর। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি (Amreli) এলাকার সুগাপাড়া গ্রামে। জানা যাচ্ছে, গত শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েই পুলিশকে বিষয়টি জানায়। তাঁরা ঘটনাস্থলে এসে দেখে কমপক্ষে ৪৫-৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছে মেয়েটি। এরপর তড়িঘড়ি উদ্ধারকারী দলকে ডাকা হয়।

এরপর এনডিআরএফের সদস্যরা গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যায়। ঘটনাস্থলে দমকল ও অ্যাম্বুলেন্সের গাড়িও ছিল। মেয়েটি যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় তার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার সকাল ৫টা ১০ নাগাদ তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে, গভীর রাতেই বাচ্চাটি সাড়াশব্দ করা বন্ধ করে দিয়েছিল। আসলে বাচ্চাটি ছোট হওয়ার কারণেই সে দীর্ঘক্ষণ অভুক্ত থাকার কারণে মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে।

দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আসলে গর্তটি এতটাই সংকীর্ণ ছিল যে শিশুটিকে উদ্ধার করতে সময় লাগছিল। ওই কুয়োটি বন্ধ করার কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার