প্রায় ৪৫ ঘন্টা ধরে চলল উদ্ধারকাজ। রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পরেও শেষরক্ষা হল না। রবিবার প্রায় ৪২ ফুট গভীর থেকে উদ্ধার হল বছর ছয়েকের মায়াঙ্কের নিথর দেহ। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের রেওয়া গ্রামে শুক্রবার বিকেলে খেলতে গিয়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। তারপর থেকেই শুরু হয় উদ্ধারকাজ।

ঘটনাটির খবর স্থানীয় প্রশাসনের কাছে যেতেই তাঁরা উদ্ধারকারী দল পাঠায়। দিনরাত এক করে চলে উদ্ধারকাজ। শনিবার আরেকটি উদ্ধারকারী দল যোগ দেয়। জেসিবির মেশিন সহ একাধিক অত্যাধুনিক মেশিন দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় কুঁয়োয়। কিন্তু রাত থেকেই বাচ্চাটির সারা শব্দ পাচ্ছিল না উদ্ধারকারী দল।

সকালে শেষমেশ উদ্ধারকাজ সম্পন্ন হলে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার। পাশাপাশি শোকস্তব্ধ গোটা গ্রাম। স্থানীয় প্রশাসন পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে।