Odisha Fire: রাজভবনের সামনে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, গুরুতর আহত ৩
Fire at a petrol pump near Raj Bhawan in Bhubaneswar (Photo Credits: ANI)

ভুবনেশ্বর, ৭ অক্টোবর: রাজভবনের (Raj Bhawan) সামনে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বুধবার ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে। এএনআইয়ের খবর অনুযায়ী, ভুবনেশ্বরের পুলিশ কমিশনার সুধাংশু সারঙ্গি জানিয়েছেন এই ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ৬টি দমকলবাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

ওড়িশার জগতপুর শহরে গত মাসে এই একই ঘটনা ঘটেছিল। কটকের জগতপুরের একটি কোভিড-১৯ হাসপাতালে আগুন লাগে। যদিও সেই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

বুধবার ওড়িশায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪০,৯৯৮। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৯৫। বুধবার রাজ্যে করোনাভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ১৮ জনের। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৮। রাজ্য প্রশাসনের তরফে প্রকাশিত বুলেটিন থেকে এই খবরই মিলছে। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৯,৭৭০, সুস্থ হয়ে উঠেছেন ২,১০,২১৭ জন।