নাবালক ভাইকে খুন করে দেহ পার্কে পুঁতে দিল যুবক। সম্প্রতি এমনই ঘটনা ঘটল গাজিয়াবাদ (Ghaziabad) এলাকায়। মৃতের দেহ উদ্ধার হল দিল্লির একটি পার্ক থেকে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে রবিবার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত যুবক সম্পর্কে মৃতের চাচাতো ভাই। খুনের কারণ হিসেবে উঠে আসছে পারিবারিক দ্বন্দ্ব। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

কাকার থেকে টাকা ধার করেছিল অভিযুক্ত

পুলিশসূত্রে খবর, কয়েকমাস আগে অভিযুক্ত যুবরাজ প্রজাপতি (২১) কাকার থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়েছিল। সেই টাকা বিটকয়েনে বিনিয়োগ করেছিল সে। কিন্তু লাভের বদলে লোকসান হওয়ায় বিনিয়োগ করা টাকাও সে তুলতে পারে না। এদিকে কাকা তাঁর থেকে দিনদুয়েক আগেই টাকা চেয়ে বসে। যা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বচসা হয়। আর তারপরেই কাকার ছেলে ১২ বছরে নাবালককে অপহরণ করে যুবরাজ।

ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যুবরাজের খুন করার অভিপ্রায় প্রথম থেকে ছিল না। আসলে কাকা যাতে টাকার কথা ভুলে ছেলেকে খোঁজে সেই পরিকল্পনাই ছিল তাঁর। কিন্তু নাবালককে শনিবার আচমকাই খুন করে যুবরাজ। যদিও খুনের আসল কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।