Representational Image (Photo Credit: X)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজেরই এক ছাত্রীকে যৌন শোষণ অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ওড়িশার সম্বলপুরে (Sambalpur) গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ে সহ অধ্যাপকের বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, অভিযুক্ত যুবক নাকি এখন বিয়ে করতে চাইছেন না। আর তারপরেই থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনাটি সামনে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষও তাঁকে বহিস্কার করেছে। এদিকে শুক্রবার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

কলেজের অধ্যাপকের সঙ্গে প্রেমের সম্পর্ক তরুণীর

জানা যাচ্ছে, বছর ২০-এর ও তরুণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিলেন। স্নাতকোত্তর পড়াকালীন ওই সহ অধ্যাপক বছর ৩২-এর গোপীনাথ সুনার সঙ্গে সম্পর্কে আসেন। আর সেই সুযোগে অভিযুক্ত একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তবে যখন বিয়ের কথা বলেন নির্যাতিতা, তখন থেকেই যোগাযোগ ছিন্ন করে দেয় সে। আর তারপরেই গত বুধবার মহিলা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। অন্যদিকে বিপদ বুঝে নিজের গ্রামের বাড়িতে পালিয়ে যায় গোপীনাথ।

গ্রামের বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

গত বৃহস্পতিবার রাতে বড়গড় জেলার বুদেন থানার অন্তর্গত দাহিতা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের পরে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। গোটা বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।