বর্ষা শুরু হতেই থাবা বসাচ্ছে মশাবাহিত রোগ। পুনেতে একই পরিবারের দুই সদস্য আক্রান্ত হলেন জিকা ভাইরাসে (Zika Virus)। জানা যাচ্ছে, পুনেতে যিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি পেশায় একজন চিকিৎসক। কয়েকদিন ধরে ওই ব্যক্তির জ্বর আসছিল, সেই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় ফুঁসকুড়ি হচ্ছিল। তবে জ্বর না কমায় তাঁকে স্থানীয় বেসরকারী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। আর তাঁর রিপোর্ট আসতেই জানা যায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থীতিশীল রয়েছে।
আক্রান্ত চিকিৎসকের পর তাঁর পরিবারের সদস্যদেরও রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেও বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসলেও তাঁর ১৫ বছরের এক মেয়ে জিকা ভাইরাস আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে তাঁকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর এখনও জ্বর নামেনি বলে খবর। ফলে তাঁকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Pune Doctor, His Teenage Daughter Test Positive For Zika Virus Infection https://t.co/Yulgbcx4i0 pic.twitter.com/kmfDl6nwmm
— NDTV (@ndtv) June 26, 2024
প্রসঙ্গত, জিকা ভাইরাস থেকেই চিকুনগুনিয়া, জিকা এবং ডেঙ্গুর মতো মারণ রোগ ছড়ায়। মূলত মশাবাহিত এই রোগগুলি বর্ষাকালেই বেশি প্রকোপ দেখা যায়। গতবছরেও দেশজুড়ে অনেকে জিকা, ডেঙ্গির মতো আক্রান্ত হয়েছিলেন।