ফাইল ফোটো (Photo Credit: ANI)

শ্রীনগর, ২৬ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এইচএমটি এলাকায় আবান শাহ চকে জঙ্গি হামলা। শহিদ ভারতীয় সেনার দুই জওয়ান। সেনার কুইক রিঅ্যাকশন টিমকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। শহিদ জওয়ানরা হলেন ১৬৩ টেরিটোরিয়াল আর্মির সিপাহী রতন লাল এবং ১০১ টেরিটরিয়াল আর্মির সিপাহী দেশমুখ। উভয়ই রাষ্ট্রীয় রাইফেলসের দ্বিতীয় ইউনিটে কর্মরত ছিলেন।

কাশ্মীর পুলিশের আইজি বলেছেন, "৩ জন জঙ্গি আমাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ২ জন জওয়ান গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত্য়ু হয়। জইশ-ই-মহম্মদ জঙ্গিরা এখানে সক্রিয়। সন্ধ্যা নাগাদ আমরা এদের চিহ্নিত করব। জঙ্গিরা একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং তাদের হাতে অস্ত্র ছিল। ২ জনের মধ্যে একজন সম্ভবত পাকিস্তানি এবং একজন স্থানীয়।" আরও পড়ুন: PM To Visit Serum Institute Of India: নজরে করোনা ভ্যাকসিন, শনিবার সিরাম ইনস্টিটিউট পরিদর্শনে যাবেন নরেন্দ্র মোদি

ঘটনার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে।