প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ আচমকা কংক্রিটের স্লিপার দিয়ে মাথায় আঘাত। রেলস্টেশনেই(Rail Station) মৃত্যু দুই ব্যাক্তির। গুরুতর জখম আরও দুই। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নাগপুর রেলস্টেশনে(Nagpur Railway Station)। জানা গিয়েছে, একজন মানসিক ভারসাম্যহীন(Mentally Challenged) লোকের কাজ এটি। সোমবার সকালে প্রতিদিনের মতো নাগপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলেন কয়েকজন। আচমকাই তাঁদের উপর চড়াও হয় জয়রাম কেওয়াত নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি। রেললাইনে থাকা ৫০ কেজি অজনের কংক্রিটের স্লিপার তুলে এনে ঘুমন্ত ব্যক্তিদের আঘাত করে সে। তাকে আটকাতে গিয়ে জখম হন আরও দু'জন। মাথায় চোট পান দু'জন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের নাম গণেশ কুমার(৪০।তামিলনাড়ুর বাসিন্দা তিনি। এই ঘটনায় জিআরপি জানিয়েছে, স্লিপার দিয়ে আঘাত করার পর পালানোর চেষ্টা করে জয়রাম। কিন্তু জিআরপি কর্মীদের হাতে ধরা পড়ে সে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

আচমকা রেললাইনের স্লিপার দিয়ে মাথায় আঘাত, স্টেশনেই মৃত্যু ২ ঘুমন্ত ব্যক্তির