NIA (Photo Credits: X)

মুম্বই, ১৭ মেঃ মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বড়সড় অভিযান চলছে। শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) থেকে সন্ত্রাসী সংগঠন আইসিসের স্লিপার সেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (NIA) গ্রেফতার করেছে দুজনকে।

জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের (Pahalgam Terrorist Attack) চালানো নারকীয় হত্যাকাণ্ডের পর দেশজুড়ে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এনআইএ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন জঙ্গিদের নাম আবদুল্লাহ ফাইয়াজ শেখ ওরফে ডায়াপারওয়ালা এবং তালহা খান। শুক্রবার গভীর রাতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতে ফেরে দুজন। মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-এ ইমিগ্রেশন ব্যুরো আটক করে ওই দুজনকে। আসল পরিচয় বদলে আত্মগোপন রেখে অন্য পরিচয় নিয়ে ভারতে পা রেখেছিল দুই আইসিস জঙ্গি। কিন্তু ব্যর্থ হল তাঁদের আত্মগোপনের চেষ্টা। জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে ফাইয়াজ শেখ এবং তালহা খান।

আরও পড়ুনঃ সংসদ হামলার চক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি, উচ্চ সতর্কতা জারি করে চলছে তল্লাশি

জাতীয় তদন্ত সংস্থা জানাচ্ছে, ২০২২-২৩ সাল নাগাদ পুনের কোন্ধওয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে আইইডি তৈরিতে সক্রিয়ভাবে জড়িত ছিল ওই দুই জঙ্গি। পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওই এলাকায় বোমা তৈরির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল তারা। তাদের দলে আরও কয়েকজন ছিল। গ্রেফতার হয়েছে বাকিরা। ওই গোষ্ঠীর লক্ষ্য ছিল, ভারতের অভ্যন্তরীণ শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করা। আইসিসের চরমপন্থী মতাদর্শ অনুসারে সহিংস উপায়ে ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা।

গত দু বছর ধরে পলাতক ছিল ফাইয়াজ এবং তালহা। ওই দুজন আইসিস জঙ্গিকে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে মুম্বইয়ের বিশেষ আদালতে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে তদন্ত চালাচ্ছিল এনআইএ। অবশেষে হাতে এল আইসিসের স্লিপার সেলের সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি। ওই দুই জঙ্গিকে ধরার জন্যে ৩ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।